সাবিত্রীদি নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে পড়ল, তারপর কিছুক্ষণ দাড়িয়ে থেকে আসতে করে দরজা খুলে বেরিয়ে গেল। কমলা ভাবল সাবিত্রীদি হয়ত বাথরুমে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাবার পরেও যখন সাবিত্রীদি ফিরল না তখন কমলা সাবিত্রীর খোঁজ নেবার জন্যে উঠে পড়ল। বাইরে বেরিয়ে কমলা বাথরুমে গিয়ে দেখল বাথরুম ফাঁকা সাবিত্রী সেখানে নেই, এরপরে কমলা এদিক ওদিক তাকাতে তাকাতে বাড়ির মেন গেটের কাছে আসতেই চোখে পড়ল সাবিত্রীদি চোরের মত গেট খুলে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। কমলা ডাকতে গিয়েও ডাকল না, চুপচাপ দাড়িয়ে দেখল সাবিত্রীদি চোরের মত চারিদিক তাকাতে তাকাতে বাড়ির বাইরের স্টোররুমে ঢুকে গেল। কমলাকে গোটা ঘটনাটা হতভম্ব করে দিল, কমলা বুঝে উঠতে পারল না সে এখন কি করবে, চলে গিয়ে শুয়ে পড়বে নাকি গিয়ে দেখবে ব্যাপারটা কি। একবার তার মনে হল ফালতু ঝামেলায় না জড়িয়ে শুয়ে পড়াই ভাল, আবার ব্যাপারটা জানার ইচ্ছাও তার কম নয়। স্বাভাবিক নিয়মে কমলাকে স্টোররুমের দিকেই টানল। কমলা আসতে করে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে স্টোররুমের সামনে উপস্থিত হল, দরজায় আলতো করে চাপ দিয়ে বুঝল ভেতর থেকে বন%8